আল-মামুন খান, কিশোরগঞ্জ : ‘দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা' এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রবীণ ও নবীনের সমন্বয়ে কিশোরগঞ্জের 'তাড়াইল মডেল প্রেসক্লাব' এর কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, রোববার (২৫ জুলাই) বিকাল ৫ টায় তাড়াইল মডেল প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সব সদস্যের সম্মতিতে আগামী দুই বছর মেয়াদে তাড়াইল মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক ইত্তেফাক তাড়াইল উপজেলা প্রতিনিধি আলি কায়সার খান কামাল'কে সভাপতি এবং দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক শতাব্দীর কন্ঠ'র তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম ভুঁইয়া, সহ-সভাপতি আবদুল হাকিম রানা, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ভুঁইয়া মরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রুবেল, কোষাধ্যক্ষ হুমায়ূন রশিদ জুয়েল, দপ্তর সম্পাদক রাজু শিকদার, সমাজ কল্যাণ সম্পাদক আল মামুন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মোমেন এবং সম্মানিত সদস্য দেলোয়ার হোসেন খান, আবদুল হাই, অনিক পাল।
একটি মন্তব্য পোস্ট করুন