আল-মামুন খান,কিশোরগঞ্জ : মানবতার ঘর পেলেন তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের কুবাদিয়া রবিদস পাড়ার অসহায় নারী আরতি রবিদাস। আজ শুক্রবার বিকাল ৪টায় ঘরটি উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও এবি ফ্যাশন এর চেয়ারম্যান সিআইপি সানাউল হক বাবুল ও তাড়াইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
গত কয়েক মাস পূর্বে কাল বৈশাখি ঝরে আরতি'র মাটির একমাত্র ঘরটি ভেঙে পড়ে এবং খোলা আকাশের নীচে ছোট সন্তানদের নিয়ে রাত কাটায়। পরে সাংবাদিক ও সাহিত্যিক এবং মানবাধিকার কর্মী ছাদেকুর রহমান রতন আরতি'র পাশে এসে দাঁড়ায় এবং মানবতার ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এবি ফ্যাশনের চেয়ারম্যান সানাউল হক বাবুল, আওয়ামীলীগ নেতা মাহফুজুল হক হায়দার ও তাড়াইল যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের আর্থায়নে ও সামাজিক সংগঠন 'মানবতায় আমরা' এর সহযোগিতায় এই ঘরটি করে দেয়া হয়েছে। উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ছাদেকুর রহমান রতন তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে এসব সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। এর পূর্বে আরও দুইটি পরিবারকে মানবতার ঘর তৈরি করে দেন।
এছাড়াও ছাদেকুর রহমান রতন তাড়াইলের ভিক্ষুক, পঙ্গু ও প্রতিবন্ধীদেরকে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন। করোনা পরিস্থিতিতে অসহায়দেরকে চাল, ডাল, আটা সহ বিভিন্ন প্রকার খাদ্য সহায়তা দিয়ে আসছেন। তিনি বলেন, এসব ঘর আমার নিজের টাকায় করা সম্ভব নয়। কারণ আমার কোনো অর্থ সম্পদ সামর্থ নাই। তবে ইচ্ছে থাকলে উদ্যোক্তা হয়ে সমাজের অনেক উপকার করা যায়। ভাই-বন্ধু, আত্মীয়-স্বজনদের সহযোগিতায় এলাকার অসচ্ছল মানুষকে সাহায্য করছি এবং এসব কাজ করা আমাদের সবার সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি।
আরতি রবিদাস বলেন, এখন আমরা খুব খুশি আর টেনশন নাই। খাই আর না খাই শান্তিতে ঘুমাইতে পারিব।
একটি মন্তব্য পোস্ট করুন