রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ঝালকাঠিতে শুরু হয়েছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে, শহরে লোকজনের উপস্থিতিও কম, রিকশা ও মটরসাইকেল ছাড়া কোন যানবাহন চলতে দিচ্ছে না পুলিশ।
মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টিম ও সেনাবাহিনী। এছাড়াও পুলিশ ও আনছার বাহিনী শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন