২মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ঝালকাঠি প্রেসক্লাব থেকে সেই আক্কাসের বহিস্কার দাবি আ’লীগের

২মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ঝালকাঠি প্রেসক্লাব থেকে সেই আক্কাসের বহিস্কার দাবি আ’লীগের


 রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : দুই মন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আক্কাস সিকদারকে আগামী দুইদিনের মধ্যে বহিস্কারের দাবি করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে যেয়ে প্রেসক্লাব সভাপতিসহ অন্যন্য নেতৃবৃন্দের কাছে তারা এ দাবি জানায়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমী কেকা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা আওয়ামী লীগ নেতা খসরু নোমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে গত বুধবার রাতে আক্কাসের বিরুদ্ধে ফেসবুকে স্বরাষ্ট্র মন্ত্রী ও সড়ক যোগাযোগ মন্ত্রীকে নিয়ে মানহানীকর মন্তব্য করায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। 

এছাড়াও আক্কাসের বিরুদ্ধে ঝালকাঠির একজন সাংবাদিককে মারধোর করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলাও সম্প্রতি চার্জশিট দিয়েছে বরিশাল পিবিআআই।

বৈঠক শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সাংবাদিকদের জানান, "সরকারের ২ জন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কটাক্ষ করায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আক্কাস শিকদার তার ভুল শিকার না করে উল্টো জেলা আওয়ামীলীগের সভাপতি ও মামলার বাদী কে দায়ী করেছেন । আমরা অবিলম্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে তার অপসারণের দাবি জানাচ্ছি।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget