ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্তদের দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)'র ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্তদের দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)'র ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

ইমাম বিমান ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন রোগীদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে দুঃস্থ কল্যাণ সংস্থা (দুকস)। ৭ জুলাই বুধবার নলছিটি পৌর ভবন চত্বরে সকাল ১১টায় সংগঠনের নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমনের সঞ্চালনায় ও সংগঠনের চেয়ারম্যান এইচ এম সিজারের সভাপতিত্বে দুঃস্থ কল্যাণ সংস্থা(দুকস)'র ফ্রি অক্সিজেন সেবা প্রদান কাজের শুভ উদ্বোধন করেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান ।

এ সময় অনুষ্ঠানে নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির, সংরক্ষিত নারী কাউন্সিলর দিলরুবা রেজা, নলছিটি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মদ হাসান আলম সুমন, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, মোহম্মদ কামাল হোসেন, মোহম্মদ মশিউর রহমান, কৃষক লীগের নেতা মোহম্মদ হানিফ হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনা ভাইরাস তথা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ফ্রি অক্সিজেন সার্ভিস দেওয়ার ঘোষণা দেয়া হয়। আর্থিক সামর্থ্য আছে এমন পরিবার গুলো চাইলে রিফিল চার্জ বাবদ ৫শত টাকা অনুদান দিতে পারবে। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের জন্য এ সেবা সম্পুর্ণ ফ্রি।

এ বিষয় পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান দুঃস্থ কল্যাণ সংস্থার সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এটা একটি মহৎ উদ্যোগ। এছাড়াও করোনা আক্রান্ত কারো দাফন কাফনের জন্য আর্থিক সমস্যা থাকে তাদের সহযোগিতা করা হবে বলে ঘোষনা দেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget