ঝালকাঠিতে চোরাই মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ

ঝালকাঠিতে চোরাই মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে পুলিশের সহায়তায় চুরি হয়ে যাওয়া একটি মটর সাইকেল উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ঝালকাঠি থানার ওসি মো: খলিলুর রহমানের নির্দেশনায় পুলিশ উপপরিদর্শক মো: সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাফুরকাঠিস্থ হিরু চেয়ারম্যানের বাড়ির দরজায় ব্রিজের উপর  থেকে চুরি হওয়া ডিসকোভার ১৩৫ মটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন । 

এ ব্যাপারে ঝালকাঠি থানায় পৌরসভার মসজিদ বাড়ি রোডের জালাল আহমেদের পুত্র আতাউর রহমান  জায়েদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১২ তারিখ: ২২/০৭/২০২১খ্রি:। মামলার আসামীরা হলো ১) আবুল বাসার(২০), পিতা: আকব্বার মল্লিক ২) রানা(২০) পিতা: এমদাদ থলপহরি উভয় সাং- বাউকাঠি, উপজেলা ও জেলা: ঝালকাঠি।

থানায় দায়েকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সকাল অনুমান ৫টার দিকে তার বন্ধু রায়হান ঝালকাঠি পৌরসভাস্থ ৫নং ওয়ার্ড কামার পট্রি রোডস্থ উত্তর পার্শ্বে আব্দুর শক্কুর হাওলাদার, পিতা মৃত খালেক হাওলাদারের ৩ তলা বিশিষ্ট বাড়ির প্রবেশ রাস্তার শেষ মাথায় তার মটর সাইকেল রেখে রায়হানের ভাড়াকৃত বাসায় গিয়ে বিশ্রাম নেয়। সকালে ঘুম থেকে উঠে বাহিরে মটর সাইকেল দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় খোজাখুজি করে। পরে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে গাড়ী চুির হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান জানান, এজাহার পেয়ে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশী চালালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাফুরকাঠিস্থ হিরু চেয়ারম্যানের বাড়ির দরজায় ব্রিজের উপর  থেকে চুরি হওয়া ডিসকোভার ১৩৫ মটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget