বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ারের মালয়েশিয়ায় স্বর্ণপদক অর্জন

বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ারের মালয়েশিয়ায় স্বর্ণপদক অর্জন

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মিশায়ার রায়হান চৌধুরী। কুয়ালালামপুরের আইডিআর এসআইসি ক্রোয়েশিয়া টেকনোলজি এক্সপো-২০২১ সামাজিক উদ্ভাবক এবং উদ্যোক্তা পরিচালন বিভাগে আন্তর্জাতিক মেরিটের পুরস্কার অর্জন করে মিশায়ার।

মালয়েশিয়া-ক্রোয়েশিয়া টেকনোলজি এক্সপোর ইপিকআপ অ্যাপ্লিকেশন কোডিংয়ে তার দল প্রথম স্থান অর্জন করায় তাকে স্বর্ণপদক দেয়া হয়।

মিশায়ার স্বর্ণপদকের পাশাপাশি পেন্ডামিক সময়ে মালয়েশিয়া সিঙ্গাপুর ইউথ অনলাইন কাউন্সেলিং আরও দুটি পদক পেয়েছেন।

অ্যাপ্লিকেশনটি কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। এই অ্যাপ্লিকেশন দ্বারা শিক্ষার্থী, মা-বাবা এবং শিক্ষকদের নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও এটি ব্যবহার করা যেতে পারে।

মিশায়ারের বাবা আসিফ রহমান চৌধুরী মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত একজন বাংলাদেশী ব্যবসায়ী। মা সাঈদা রোমানা মজিদ একজন আইনজীবী। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মিশায়ার সবার বড়। মালয়েশিয়ার ইদ্রিছি ইন্টারন্যাশনাল স্কুলের এ শিক্ষার্থী সবেমাত্র ১৪ পেরিয়ে ১৫-তে পা রাখল।

মিশায়ারের দাদা নুরুল হক চৌধুরী এবং দাদি শিরিন নীলুফার চৌধুরী গোপালগঞ্জের এন হক বিশ্ববিদ্যালয় অব বিজনেস এ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা।

মিশায়ারের এ অর্জনে তার বাবা-মা দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget