বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে আরেক দফা পিছিয়ে গেল দর্শকদের বহুল আকাক্সিক্ষত দক্ষিণ ভারতীয় ছবি ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। শুটিং থেকে মুক্তি-দুটিই ভাইরাসের কারণে কয়েকবার পেছাতে হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। সর্বশেষ ১৬ জুলাই মুক্তির দিন ধার্য ছিল। এবার সেটাও হচ্ছে না।
ছবি প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট রাভেনা নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন ‘প্রেক্ষাগৃহ যখন গ্যাংস্টার দিয়ে পরিপূর্ণ থাকবে ঠিক তখনই কেজিএফের দৈত্য আপনাদের সামনে চলে আসবে। শিগ্গির ছবিটির মুক্তির নতুন তারিখ জানানো হবে। আর কিছুটা দিন ধৈর্য ধরুন।’ তার এ টুইট থেকেই স্পষ্ট হলো পূর্ব ঘোষিত তারিখ ১৬ জুলাই মুক্তি পাচ্ছে না এটি।
‘কেজিএফ চ্যাপটার টু’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতের সুপারস্টার ইয়াশ।
একটি মন্তব্য পোস্ট করুন