নাজমুল হুদা ইফান হত্যার অন্যতম আসামী মারুফ মিয়া (২০) র‌্যাবের হাতে গ্রেপ্তার

নাজমুল হুদা ইফান হত্যার অন্যতম আসামী মারুফ মিয়া (২০) র‌্যাবের হাতে গ্রেপ্তার
আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাজমুল হুদা ইফান (১৮) নামের এক যুবককে হত্যার দু’দিনের মাথায় মামলার চার নাম্বার আসামী মারুফ মিয়াকে (২০) র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল গ্রেফতার করেছে।

জানা গেছে, ২৭ জুলাই বুধবার রাত তিনটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী এলাকা থেকে মামলার চার নাম্বার আসামী রমজান মিয়ার ছেলে মারুফ মিয়াকে (২০) গ্রেফতার করে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত সোমবার রাত ৭টা ১০ মিনিটের দিকে ঘোষপাড়া মোড়ের ফার্মেসী থেকে ঔষধ কিনে আনতে গেলে নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুল হুদা ইফান তাড়াইল উপজেলার দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করার পর থেকেই র‌্যাব ও গোয়েন্দা নজরদারি চালিয়ে এজাহারভূক্ত আসামী মারুফ মিয়াকে (২০) গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মারুফ মিয়া (২০) এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান  অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget