সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর গ্রামে গত সোমবার (১৯ জুলাই) বিকালে মরিয়ম (২৬) নামের এক গৃহবধুর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। এই নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধু ওই গ্রামের কামেল হাসান এর স্ত্রী। মান্দা থানা পুলিশ খবর পেয়ে নিহত গৃহবধুর স্বামী ও শাশুড়িকে আটক করেছে এবং মৃতদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার (২০ জুলাই)ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত গৃহবধুর ভাই জানায়, ২০১৭ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়। যৌতুকের কারণে আমার বোনের ওপর প্রায় অত্যাচার করায় আমার ২০১৯ সালে আইনগত ভাবে ছাড়াছড়ি করায়। পরবর্তীতে তাদের ভুল স্বীকার করে এলাকার মেম্বার চেয়ারম্যানদের সহযোগিতায় স্ট্যাম্পে লিখিত হয় আমার বোনের ওপর পুনরায় অত্যাচার করলে তার পুরো দায়ভার তাদের এই শর্তসাপেক্ষে পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।
পরবর্তীতে আবারও যৌতুকের জন্য কামেল হাসান মরিয়মকে নির্যাতন শুরু করে। গত সোমবার বিকালে কামেল হাসান ফোন দিয়ে বলেন মরিয়ম অসুস্থ । এবং তার ১০-১৫ মিনিট পরে আবার ফোন দিয়ে বলেন মরিয়ম মারা গেছে। আমাদের হাসপাতালে যাইতে বলে আমরা হাসপাতালে গিয়ে দেখি হাসপাতালে নাই। তারা বাড়িতে নিয়ে গেছে। আমরা বাড়ি গিয়ে দেখি মরিয়মের লাশ একঘরে তারা এক ঘরে এবং বাড়িতে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীর সহযোগীতায় আটকে রাখা হয়। আমার বোনের মাথায়, গলায় ও পিঠে নির্যাতনের দাগ রয়েছে। অত্যাচার করে আমার বোনকে মেরে ফেলা হয়েছে। প্রধান মন্ত্রীর কাছে আমার বোনের মৃত্যুর সঠিক বিচার চাই।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, গৃহবধু মরিয়মের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুরিকে আটক করা হয়েছে। রিপোর্ট পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.