সালমান ফার্সী (সজল), নওগাঁ : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ০৫ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত সারাদেশে মতো নওগাঁতে ১৪দিনের লকডাউন চলছে। লকডাউনের সপ্তম দিনে নওগাঁর বিভিন্ন সড়কের মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকেই শহরের সড়কগুলোতে ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।
শহরের বিভিন্ন স্থানে খোলা রয়েছে মিষ্টি ও খাবার হোটেল, চা ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকলেও সাধারণ জনগণ ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই। অনেকে বের হয়েছেন দৈনন্দি কাজে। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। দিন যতো যাচ্ছে ঢিলেঢালা হয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর লকডাউন।
একটি মন্তব্য পোস্ট করুন