সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁ ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা সংক্রমন বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে নওগাঁ জেলায় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রান সহযোগিতা প্রদান শুরু হয়েছে। এই কর্মসূচীর আওতায় নওগাঁ সদর, বদলগাছী, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রান সহযোগীতা বিতরন করা হয়েছে।
সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর দিকনির্দেশনা ও পরিকল্পনায় শনিবার (১০ জুলাই )বেলা সাড়ে ১১টায় নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে ত্রান বিতরনের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, উপদেষ্টা তসলিমা ফেরদৌস, প্রচার সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, সদস্য অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, শম্পা ভট্টাচার্য, সেন্টু আনছারীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রান সহয়াতার অংশ হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার করে সয়বিন তেল প্রদান করা হয়।
বিতরনের প্রথম দিনে নওগাঁ জেলা সদরে প্রেসক্লাব মিলনায়তন, সদর উপজেলার পাহাড়পুর বাজার, কির্ত্তীপুর বাজার, বালভরা আর বি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বদলগাছি উপজেলা সদরে ত্রান বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন