নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে ৩ জন নিহত

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে ৩ জন নিহত

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর ধামইরহাটে পৃথক স্থানে বৃষ্টির সময় বজ্রপাতে এক কিশোরী সহ মোট তিন জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জুলাই)দুপুরে এই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে মোছা: বৃষ্টি আক্তার (১৩), চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২) এবং আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০)। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন জানান, দুপুরে হঠাৎ করে আকাশে কালোমেঘ দেখা দেয়। এরপর বৃষ্টির সাথে বজ্রপাতে শুরু হয়। দুপুর ২ টার দিকে জগদল গ্রামের বৃষ্টি আক্তার তাদের গ্রামের মাঠে বেধে রাখা গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।  অপরদুই জন আলতাদিঘী এলাকার রাসেল মাহমুদ ও চকউমর এলাকার আব্দুর রশিদ বৃষ্টির সময়ে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময়ে ঘটনাস্থালেই বজ্রপাতে মারা যান।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget