নওগাঁয় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩

নওগাঁয় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী দুই ট্রাকের মুখোমূখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এবং আরো তিন জন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার (০৩ জুলাই)ভোর রাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সতীরহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।


হতাহতরা সবাই আম ব্যবসায়ী। নিহত দুই জনের মধ্যে খলিল প্রামানিক রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াত আলীর ছেলে। অপরজনের নাম শরিফুল ইসলাম জানা গেলেও  আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 


মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, শনিবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট থেকে একটি ট্রাকে করে ৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে জেলার সাপাহার থেকে আম নিয়ে আম ব্যবসায়ীরা পিক-আপ যোগে আম নিয়ে কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে মান্দার সতীরহাট বাজার এলাকায় মুখোমূখী সংঘর্ষে পিক-আপ দুমড়ে-মুচড়ে যায়। পিক-আপের মধ্যে থাকা আম ব্যবসায়ীদের মধ্যে খলিল ও শরিফুল ঘটনাস্থলেই মারা যান। অপর দিকে আহত তিন জনকে গুরুত্বর আশঙ্কাজনক অবস্থায় রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 


ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক থানায় নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget