সালমান ফার্সী (সজল) নওগাঁ :
নওগাঁর রানীনগরে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত তুহিন (২২) নওগাঁ সদর উপজেলার বোয়ালীয়া
গ্রামের সাহের আলীর ছেলে। গত মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার
আত্রাই উপজেলার বান্দাইখাড়া-নওগাঁ বিশ্বরোডের ধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহর থেকে যাত্রী নিয়ে আত্রাই উপজেলার বান্দাইখাড়ার জামালগঞ্জের মোড়ে যাচ্ছিল অটোরিকশাটি। অপরদিকে জামালগঞ্জের মোড় থেকে ধান বোঝাই করে ট্রাক্টরটি রানীনগরের দিকে আসছিল। পথের মধ্যে বান্দাইখাড়া-নওগাঁ বিশ্বরোডের মিরাটের ধনপাড়া এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তুহিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর যাত্রী রাজু আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.