রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক আয়োজিত ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শহীদউল্লাহর সভাপতিত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে ''বৃক্ষরোপন কর্মসূচি '' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রণালয়ের অতিঃ সচিব মোঃ আঃ আউয়াল হাওলাদার। তিনি বলেন মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে বড় একটি প্রকল্প হচ্ছে সারা বাংলাদেশে বৃক্ষরোপন কর্মসূচি। বাড়ির আংগিনা রাস্তার পাশের জমি, পতিত খালি জমিতে ফলজ ও ঔষধি গাছ লাগানোর জন্য গুরুত্বারোপ করেন। সারা বিশ্বে কোভিট -১৯'র এই মহামারীর সময় প্রাকৃতিক ভাবে অক্সিজেন পাওয়ার জন্য বেশী বেশী করে গাছ লাগানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন।
বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, " প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কোভিট -১৯'র প্রাদোর্ভাব, প্রাকৃতিক অক্সিজেন বৃদ্দি প্রকৃতির ভারসম্য রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নেয়া বৃক্ষরোপন কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।" বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোল্লার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. কেএম মাহবুবুর রহমান সেন্টু, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেঃ শাজাহান হাওলাদার, সুবিধপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গাফ্ফার খান, আঃ হামিদ মাষ্টার, মেম্বার মন্টু মিয়া, মনির হোসেন, মোঃ কামাল প্রমুখ।
প্রধানমন্ত্রীর নেয়া বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্হানীয় মেম্বারবৃন্দ মোল্লার হাট পুলিশ তদন্ত কেন্দ্রে ও মোল্লার হদুয়া রাস্তায় অসংখ্য বৃক্ষ রোপন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.