লাকড়ি কুড়াতে গিয়ে যাদুকাটায় শ্রমিক নিখোঁজ উদ্ধার দুই

লাকড়ি কোড়াতে গিয়ে যাদুকাটায় শ্রমিক নিখোঁজ উদ্ধার দুই

 

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে নৌকা ডুবে হাসিবুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টায় উপজেলার সীমান্তবর্তী  যাদুকাটা নদীর বড়টেক এলাকায় নিখোঁজের ঘটনাটি ঘটে।

শ্রমীকের সঙ্গে থাকা দু,শিশু উদ্ধার করেছে পর্যটকবাহী নৌকায় থাকা পর্যটকগন।নিখোঁজ হাসিবুল উপজেলার বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কেস আলীর ছেলে। অপরদিকে উদ্ধার হওয়া শিশুরা আদর্শ গ্রামের  মাসুল মিয়ার দু ছেলে জিয়াউল হক (৯),আরিফুল (৫)।

স্থানীয়রা  জানান,উপজেলার যাদুকাটা নদীতে পাহাড়ী ঢলের সাথে ভেঁসে আসা লাকড়ী কুড়াতে জুম্মার পর বড়টেক এলাকার সামনে যায় হাসিবুল ও তার সম্পর্কে শালা জিয়াউল হক ও আরিফুল কে নিয়ে। তারা দীর্ঘ সময় ধরে লাকড়ী কুড়িয়ে বিকেল তিনটার সময় বাড়ি ফিরে আসার সময় লাকড়ী বোঝাইকৃত নৌকা ডুবে যায়।এ সময় যাদুকাটা নদীতে থাকা পর্যটকদের নৌকায় থাকা পর্যটকরা দু,শিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ (তরফদার) নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget