আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোসনা

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোসনা


ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে। তবে কোপা আমেরিকার দলে ফিরেছেন আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস ওকাম্পোস।দুদিন বাদে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য দল দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় আগে কোপা আমেরিকার আয়োজক কনমেবলের কাছে ২৮ সদস্যের নাম পাঠায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। পরে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টার পর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে তারা।

 

গত এক সপ্তাহে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইয়ের দুটি ম্যাচের দল থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম ২৬ বছর বয়সী ওকাম্পোস। চিলির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে অবশ্য খেলার সুযোগ পাননি সেভিয়ার এই মিডফিল্ডার।

 

বাংলাদেশ সময় গত বুধবার সকালে হওয়া কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে বেকায়দায় মাথায় ও কাঁধে আঘাত পেয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন তিনি। তার কোপা আমেরিকায় খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। তবে আসন্ন এই আসরে তাকে দলে রাখা হয়েছে।

 

চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা লুকাস আলারিও ছিলেন কনমেবলের কাছে পাঠানো তালিকায়। পরে তাকে বাদ দিয়ে দলে রেখেছে রিভার প্লেটের হুলিয়ান আলভারেসকে।

 

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোর তিনটায় চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘বি গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া।

 

আর্জেন্টিনা দল:

 

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), হুয়ান মুস্সো (উদিনেজ)

 

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাহুয়েল মোলিনা (উদিনেজ), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা)

 

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি)

 

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget