নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় তিনি তার নিজ বাসায় ফিরবেন বলে জানা গেছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৪ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৯ জুন) সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া ফিরবেন বলে বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ড ও মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সুস্থ হওয়ায় হাসপাতালের বিভিন্ন সংক্রমণ থেকে দূরে (ক্রস ইনফেকশন) রাখতেই তাকে বাসায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খালেয়া জিয়ার চিকিৎসার জন্য গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড।
এদিকে খালেদা জিয়াকে বাসায় নেওয়ার প্রস্তুতি হিসেবে তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ঠিক করাসহ কয়েকদিন ধরে গুলশানের ‘ফিরোজা’য় ধোয়া-মোছার কাজ চলছিল বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে বাসায়ও খালেদা জিয়া আইসোলেশনে এবং নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে সিসিইউতে নেওয়া হয়। অবস্থা কিছুটা ভালোর দিকে গেলে গত ৩ জুন তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।
বিএনপির দলীয় সূত্রগুলো জানাচ্ছে, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা দল ও পরিবারের পক্ষ থেকে এখনো অব্যাহত আছে। সরকারের সংশ্লিষ্ট মহলে এ জন্য নানাভাবে যোগাযোগ করা হচ্ছে। তবে বিশেষ অগ্রগতি এখন পর্যন্ত হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন