রাজশাহীর বাগমারায় ৪৫ কেজি গাজার গাছসহ গ্রেপ্তার -১

 

রাজশাহীর বাগমারায় ৪৫ কেজি গাজার গাছসহ গ্রেপ্তার -১

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা(রাজশাহী):  রাজশাহীর বাগমারায় ৪৫ কেজি গাজার গাছ সহ মনিরুজ্জামান চঞ্চল (৫০) নামের একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বাড়ি মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত খন্দকার আশরাফুল ইসলাম। দীর্ঘদিন থেকে মনিরুজ্জামান চঞ্চল তার বাড়ির দক্ষিণ পাশে ইটের প্রাচীরে ঘেরা জায়গায় গাজা চাষ করে বিক্রয় করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই নূর ইসলাম, এএসআই রাজু আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা ৪৫ টি গাজার গাছ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে চঞ্চল।

পরে গাজার গাছ সহ তাকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনিরুজ্জামান চঞ্চলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, গাজার গাছ সহ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান চঞ্চলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget