নওগাঁয় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পেলেন

নওগাঁয় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পেলেন

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি গৃহহীন ও ভূমিহীন পরিবার বাড়ি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (২০ জুন) সারাদেশের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে পর ২শতাংশ খাস জমি বন্দোবস্তপৃবক, কবুলিয়ত ও নামজারিদলিলসহ ১১টি উপজেলার ৫০২টি উপকারভোগীদের হাতে এসব ঘর হস্তান্তর করেন। উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপ-পরিচালক উত্তর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন চিশতী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলায় ১০টি, বদলগাছী ৯টি, মহাদেবপুর ৭৬টি, আত্রাই ১০টি, রানীনগর ৩৩টি, মান্দা ২১টি, পত্নীতলা ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশা ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি, সাপাহারে ৬০টি গৃহহীন ও ভৃমিহীন পরিবার এসব ঘর পাবেন। উল্লেখ্য এর আগে ২৩ জানুয়ারি জেলায় ১ হাজার ৫৬টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের মাঝে এসব ঘর করে হস্তান্তর করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget