তৌফিক তাপস নওগাঁ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৫জুন ২০২১ইং (পহেলা আষাঢ়) বাংলাদেশ কৃষকলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) ৩টায় বাংলাদেশ কৃষক লীগ আয়ো
জিত ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভারচুয়ালি ভাবে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
পরে গণভবনে বরই এবং পলাশ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ শুভ উদ্বোধন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে কৃষকলীগের ৩ নেতা-কর্মীর নাম ঘোষনা করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম।
এসময় সারাদেশের মধ্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে নওগাঁ জেলা থেকে মাহমুদুন নবী বেলালকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে নির্বাচিত করায় বুধবার (১৬ জুন) বিকালে নওগাঁ জেলা সদর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো।
এসময় নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জাম, সিনিয়র সহ-সভাপতি খন্দোকার মোবারক হোসেন সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন