তৌফিক তাপস, নওগাঁ : করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নওগাঁয় বিশেষ লকডাউন কিছু কিছু শর্ত শিথিল করে চলমান বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে।
চলমান এই লকডাউন আগামী ১৬ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে ৭দিনের জন্য বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
গত ০৮/০৬/২১ তারিখের অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (০৯ জুন)স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই সিদ্ধান্ত প্রদান করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। আগামী ১৬ জুন তারিখ মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেন।
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় শর্ত শিথিল করে এখন জেলা সদর থেকে অর্ধেক যাত্রী নিয়ে এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন যেমন বাস, মাইক্রো, অটো, সিএনজি, মোটর সাইকেল চলাচল করতে পারবে।
জেলার নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার সাথে সকল পরিবহণ বন্ধ থাকবে।
হোটেল রেস্তোঁরাগুলো শুধুমাত্র পার্সেল আকারে বা অনলাইনে অর্ডার গ্রহণপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। আগের মতই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও আর্ন্তাজাতিক সীমান্ত সংলগ্ন জেলার সকল হাট বাজার সমূহ বন্ধ থাকবে।
জেলার সকল পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার
ও বিনোদন কেন্দ্র সমূহ বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক সহ ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন ও পিকনিক পার্টি ইত্যাদি বন্ধ থাকবে। জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লী অংশগ্রহণ করতে পারবেন।
এ সময় পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া, সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, এডিসি মোঃ ইব্রাহীমসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন