তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর ধামইরহাটের ৪নং উমার ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান হোসেন (৫৬) আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম নুরুজ্জামান হোসেন উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আলহাজ্ব মনছের মন্ডলের ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলার মধ্যে একমাত্র বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি ইউপি সদস্য ছিলেন।
তিনি সৌখিন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ঘোড়ায় চড়ে তিনি বাড়ী থেকে ইউনিয়ন পরিষদ ভবনে আসা যাওয়া করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ধামইরহাট উপজেলা ঘোড়া মালিক সমিতির উপদেষ্টা ছিলেন।
তাঁর ছোট ভাই প্রধান শিক্ষক মো.এমরান হোসেন বলেন, শরীরে করোনা উপসর্গ দেখা দিলে রাজশাহীতে মেয়ে জামাইয়ের বাড়ী থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। প্রথমে তার করোনা পজেটিভ হলেও পরে নেগেটিভ আসে। কিন্তু ফুসফুসের সমস্যার কারণে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শুক্রবার সকাল ১০টায় উমার ইউনিয়নের অন্তর্গত চকিলাম বিজিবি ক্যাম্পের নিকটে ভাংগাদিঘী ঈদগাঁ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
একটি মন্তব্য পোস্ট করুন