সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয় আর্থিক খাত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় শহরের কেডির মোড় জননী প্রশিক্ষণ কেন্দ্র নওগাঁ জেলা প্রশাসকের সহযোগিতায় ও জননী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুস সলাম, প্রভাষক মোছাঃ রুমি আকতার। এসময় অন্যান্যর মধ্যে জননী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকরামুল ইসলাম, নারী উদ্যেক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন। এসময় আর্থিক খাত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিন ব্যাপি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যেক্তাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন