নওগাঁ সরকারি কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

নওগাঁ সরকারি কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

তৌফিক তাপস নওগাঁ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পহেলা আষাঢ় হতে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁয় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। 

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টায় নওগাঁয় বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে নওগাঁ সরকারি কলেজ চত্ত্বরে ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ রোপন করেন। 

এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ সরকারি কলেজ অধ্যক্ষ, প্রফেসর মানিক কুমার সাহা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাজা আব্দুল গনি, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, একাত্তর টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক, জয়যাত্রা টিভির নওগাঁ প্রতিনিধি ফারমান আলী, একাত্তর নিউজ টিভির নওগাঁ প্রতিনিধি আব্দুল মান্নান, সিএনএন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। 

উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। 

এছাড়াও নওগাঁ রাজশাহী মহা-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget