তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অসচ্ছল বাচ্চাদের পরিবারের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বদলগাছী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খদ্যসামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, বিদ্যালয়ের সদস্য সচিব হাফিজার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালিহা ইয়াসমিন, ফেরদৌস হোসেন বাবু, সাবিনা ইয়াসমিন, নাজমিলা ও সুমন হোসেন প্রমূখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিস্কুট, সুজি, গুরা দুধ, চিনি, খেজুর, সাবু, আটা সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন