নওগাঁয় করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪

নওগাঁয় করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৪
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে লকডাউন তুলে ১৬ জুন ১৫ বিধিনিষেধ জারি করা হয়। এই বিধিনিষেধের মধ্যেও থেমে নেই করোনা আক্রান্তের হার এবং মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য বিধি না মেনে আবাধে চলাচল করায় দিনদিন করোনায় মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫৪ জন, নতুন শনাক্তের হার ২২% । গত ২০ জুন করোনা আক্রান্তের হার ছিল সবচেয়ে বেশি ২৩০ জন ও মৃত্যু ছিল ১ জন । মৃত ব্যক্তিদের মধ্যে নিয়ামতপুর উপজেলায় ২ জন এবং মহাদেবপুর উপজেলায় ১জন। চলতি মাসে ২০ দিনে ২৩ জন মারা গেছেন আর শনাক্ত হয়েছেন ১ হাজার ৩শ’ জন। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৬ জনের আর মৃত্যু হয়েছে ৬৪ জনের।
যা খুবই উদ্দ্যেগ জনক। স্বাস্থ বিধি না মেনে এ ভাবে অবাধে চলাচল করলে ভবিষ্যতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে।
সচেতন মহল মনে করছেন করোনা আক্রান্তের হার রোধ কল্পে আবারও বিশেষ লউডাউন দেওয়া প্রয়োজন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget