নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৫

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৫

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে জানাগেছে। মান্দা থানার ওসি শাহিনুর রহমানের নির্দেশনায় এসআই আমিনুল ইসলাম, এসআই আব্দুল বারিক এবং এএসআই শাহজাহান বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, নুরুল্যাবাদ ইউপির গোয়ালমান্দা গ্রামের মৃত জাফিরের ছেলে সাইদুর রহমান (৫৫), চকগোপাল গ্রামের  সাইদুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) ও মৃত আশরাফ আলীর ছেলে সাইদুর রহমান (৫০), মৈনম ইউপির মৈনম গ্রামের মৃত মোশারফের ছেলে মোসাদ্দেক কাজী (৫৫) এবং ভালাইন ইউনিয়নের তুরুকগ্রাম গ্রামের মাবুদ বক্সের ছেলে নাজমুল হক (২৪)।
এদের মধ্যে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী হলেন ২ জন, এজাহারভূক্ত আসামী হলেন ২ জন এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হলেন ১ জন সর্বমোট ৫ জন আসামীকে আটক করা হয়েছে ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের দেয়া বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামীদের ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার সকালে তাদের আটক করা হয়। এরপর বুধবার  দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget