আসকে'র নতুন মুখ নওগাঁর পত্নীতলার রুবাইত হাসান

আসকে'র নতুন মুখ নওগাঁর পত্নীতলার রুবাইত হাসান

তৌফিক তাপস, নওগাঁ : আইন সহায়তা কেন্দ্র (আসক) দেশের বৃহৎ এই মানবাধিকার সংস্থাটি রাজশাহী বিভাগে আসকের সেবা আরো উন্নতর ও ফলপ্রসূ করার লক্ষ্যে একজন সহকারী বিভাগীয় পরিচালক নিয়োগ প্রদান করেছেন। 

আসকের রাজশাহী বিভাগীয় অন্যতম মূখপাত্র সহকারী পরিচালক পদে নিয়োগ প্রাপ্ত ব্যক্তি হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার কৃতি সন্তান সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসাবে খ্যাতি প্রাপ্ত রুবাইত হাসান (২৫)। সে উপজেলার শিহাড়া ইউনিয়নের কাষ্টবই গ্রামের রমজান আলী ও রোকেয়া বেগমের দ্বিতীয় পুত্র।


জাতিসংঘ স্বেচ্ছাসেবীতেও আছেন রুবাইত হাসান। অভিজ্ঞ এ সমাজ উন্নয়ন ও মানবাধিকার কর্মীর দেশি-বিদেশি বহু সংস্থার সঙ্গে কাজের দক্ষতা ও পুরষ্কার ছিনিয়ে নেবারও নজির রয়েছে। করোনা মহামারীর কারণে ভিডিও কনফারেন্সে নিয়োগ প্রদান করা হয়।

 
সোমবার (১৪ জুন) বিকেলে তদন্ত পরিচালক সানজিদা আকতারের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে আইন সহায়তা কেন্দ্র (আসক) নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার হেনা বলেন, তাকে নিয়োগ প্রদান করে আমরা আনন্দিত। রুবাইত হাসান সৎ, দক্ষ একজন ব্যক্তি। অল্প সময়ে সে বেশ চমক দেখিয়েছে। বিভিন্ন জায়গায় তার নাম আছে। আসকের দৃঢ় বিশ্বাস, রুবাইত হাসান তাঁর দক্ষতার পরিচয় দিবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget