ময়মনসিংহে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

ময়মনসিংহে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তাপস কর, ময়মনসিংহ : ময়মনসিংহে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) ময়মনসিংহ জেলায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”এর বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা ট্যুর্নামেন্টের শুভ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জনাব কে এম খালিদ এমপি, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ; জনাব ব্যারিস্টার হারুন আর রশিদ বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ; জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এহতেশামুল আলমসহ জেলা প্রশাসন, ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন মহলের ক্রীড়ামোদী ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget