তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ঘর নির্মিত হচ্ছে। যে প্রকল্পটির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আবেগ অনুভূতি জড়িত রয়েছে।
আজ শনিবার (১২ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রকল্পটি পরিদর্শণ করেন। জমির প্রকৃতি ও ঘরের নির্মাণকাজের মান ভলো হওয়ার কারণে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাছাড়াও ভূমিহীনদের মাঝে এ সময় তিনি ত্রান বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রকল্প নিয়ে কাজ করতে পারাটা আনন্দ ও গর্বের বিষয় বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। তিনি আরও বলেন ধীরে ধীরে সকল ভূমিহীন এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে, যা প্রক্রিয়াধীন আছে।
সে সময় উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল মনসুর উপজেলা নির্বাহী অফিসার,মাসুদ রানা,সহকারী কমিশনার ভূমি,আরব আলী,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোহাম্মদ দুলাল আকন্দ, অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা এবং আকবর আলী সরকার, চেয়ারম্যান ৪নং কুমারগাতা ইউনিয়ন প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন