শাহিনুর রহমান পিন্টু; ঝিনাইদহ : ঝিনাইদহের সুনাম ধন্য অনলাইন টিভি চ্যানেল "বর্তমান ঝিনাইদহ টিভি"র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(১৯শে জুন) সকাল থেকে সন্ধ্যা পন্ত নানা আয়োজনে কোটচাঁদপুর উপজেলাধীন
বলুহর মৎস্য হ্যাচারী কমপ্লেক্সের অথিতি ভবনে বর্তমান ঝিনাইদহ টিভির
চেয়ারম্যান রুবেল পারভেজ এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সুলতান আল একরাম
এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র
সহিদুজ্জামান সেলিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন,পৌর সভার প্যানেল
মেয়র(১)শেখ সোহেল আরমান,প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন, চ্যানেলটির উপদেষ্টা
সাইফুল রহমান,রোকনুজ্জামান রিপন, প্রকাশক মুলতাজম রহমান সাজন, কোটচাঁদপুর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মৃদুল প্রমুখ।
প্রধান
অতিথির বক্তব্যে সহিদুজ্জামান সেলিম বলেন বর্তমান ঝিনাইদহ টিভি ঝিনাইদহ
জেলায় যা কিছু ঘটে আমরা সেটি সাথে সাথে দেখতে পাই এবং বর্তমান ঝিনাইদহ টিভি
আরও এগিয়ে যাক আমি দোয়া করি।
এ সময় বর্তমান ঝিনাইদহ টিভির ব্যবস্থাপনা সম্পাদক,সাবএডিটর,উপস্থাপিকা সহ বর্তমান ঝিনাইদহ টিভির সকল প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন