বেনাপোলে তরুণ ইসলামি বক্তা আদনানের দ্রুত সন্ধান চেয়ে মানববন্ধন




বেনাপোলে তরুণ ইসলামি বক্তা আদনানের দ্রুত সন্ধান চেয়ে মানববন্ধন


মো. রাসেল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে ইসলামি বক্তা আবু ত্ব-হা-মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধান চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠের কেন্দ্রীয় শহিদ মিনারের উপরে ছাত্ররা প্লে কার্ডে লেখা তরুণ ইসলামি বক্তা আদনানের সন্ধান চেয়ে এই কর্মসূচি পালন করেন।

উপস্থিত ছাত্ররা বলেন, আবু ত্ব-হা ও তার তিন সঙ্গী চারদিন ধরে নিখোঁজ। আবু ত্ব-হা-মুহাম্মদ আদনান একজন শিক্ষিত মানুষ। যিনি সমসাময়িক বিষয়গুলো থেকে ইসলামের মৌলিক বিষয়ের সঙ্গে মিল রেখে বক্তব্য দিতেন। তিনি আমাদের তরুণ সমাজকে ঈমাণের চেতনায় উদ্বুদ্ধ করতেন। উনি কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না।

তারা আরো বলেন, এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাই গুম হওয়ার বিষয়ে দ্রুত মামলা গ্রহণ করে তার অবস্থান চিহ্নিত করে তাকে উদ্ধার করা হবে। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget