আবারও উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিহত ৪

 

আবারও উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিহত ৪

ডেস্ক রিপোর্ট : আবারও উত্তপ্ত হয়ে উঠল ভারত অধিকৃত  জম্মু-কাশ্মীরের সোপর শহর। অজ্ঞাত অস্ত্রধারীরা গতকাল শনিবার পুলিশের উপর হামলা চালায়। হামলার ঘটনায় সোপোর শহরে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়ছেন।

 এই হামলায় ভারতীয় পুলিশের আরও তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১২ জুন) সোপোরের আরামপোরা এলাকায় টহল দেওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা এক সাথে রাস্তার পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে পুলিশ এসে গুলি করা শুরু করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আরেকজন দৌঁড়ে প্রাণে বাচার চেষ্টা করলে তাকেও লক্ষ্য করে গুলি করা হয়।

 

জানা গেছে, এর আগে শনিবার (১২ জুন) বিকেলে নিরাপত্তা বাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারীরা। পরে অভিযান শুরু করে পুলিশ। অস্ত্রধারীরা পালিয়ে গেলেও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। হামলাকারীদের ধরতে না পারলেও নিরীহ মানুষকে গুলিকরে হত্যার সমালোচনা করেন তারা।

 

প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর লকডাউনের মধ্যেই হঠাৎ করে নিরাপত্তা বাহিনী রাজনীতিবিদদের ওপর বেড়ে গেছে সন্ত্রাসী হামলা। এর আগে গেল সপ্তাহে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় এক বিজেপি নেতা নিহত হন।

 

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় দুই পুলিশ সদস্য দুই বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্য তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে বাহিনী।

 

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, কোনো সন্দেহ ছাড়াই ধরনের হামলার অবশ্যই নিন্দা জানাতে হবে। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget