এ যেন সম্পদের পাহার রোহিঙ্গা দম্পতির ঘরে !

এ যেন সম্পদের পাহার রোহিঙ্গা দম্পতির ঘরে !


ডেস্ক নিউজ : শনিবার (১৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৫-এর ‘এ’ ব্লকে অভিযান চালিয়ে রোহিঙ্গা দম্পতির ঘরের মেঝে খুঁড়ে মিলল ৭০ ভরি স্বর্ণ, মিয়ানমারের ৩১ লাখ ৭৪ হজার ৮শ’ কিয়েট এবং বাংলাদেশি ২৬ লাখ ৩ হাজার ১২০ টাকা। কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৫নং ক্যাম্পেএ ঘটনাপি ঘটেছে। ঘটনায় জরিত রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএনের সদস্যরা।

আটককৃতরা হলেন- ক্যাম্প-৫-এর মো. ইসলামের ছেলে মো. আইয়ুব (৩৪) এবং আইয়ুবের স্ত্রী নুরুন নেসা (৩৩)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশের সদস্যরা জানতে পারেন যে স্বর্ণ চোরাকারবারী রোহিঙ্গা আইয়ুবের বসত ঘরে স্বর্ণের মজুদ রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে বসত ঘরের অভ্যন্তরে মাটি খুঁড়ে মিয়ানমারের ৩১ লাখ ৭৪ হাজার ৮শ’ কিয়েট এবং ২৬ লাখ ৩ হাজার ১২০ বিশ টাকা, ৩টি স্বর্ণের বার, ১৯টি আংটি, ২ জোড়া কানের দুল, ২টি ছোট টিকলি, ১টি ব্রেসলেট, ৪টি চেইন (লকেটসহ ৩টি এবং লকেট ছাড়া ১টি), চুলের ক্লিপ ২টি, চুড়ি ৮টি, নাকের ফুল ১টি এবং গলার নেকলেস ১টিসহ ৭০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খুঁজে বের করতে কাজ করছে এপিবিএন।

আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget