ঝিনাইদহর মহেশপুরে রাস্তায় থাকা এক এতিম শিশুর দায়িত্ব নিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন

ঝিনাইদহর মহেশপুরে রাস্তায় থাকা এক এতিম শিশুর দায়িত্ব নিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ : গর্ভে থাকা অবস্থায় বাবা মারা যান আর ৩ মাস আগে মারা যান একমাত্র আশ্রয়ের স্থান মা তারপর থেকে রাস্তায় বেরিয়ে ভিক্ষা করে জোটে দিনের আহার রাতে ঘুমানোর জন্য স্থান হয় চায়ের দোকানের মাচাই। এমনি একটি ১১ বছর বয়সী শিশুর নাম হুসাইন,বাড়ি মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাজার পাড়ায়। বাবা মৃত আবুল হাসেম মাতা মৃত কাজল রেখা।

এক দিন সন্ধ্যায় শিশুটি মহেশপুর পৌরসভায় এসে রাত যাপোনের অনুরোধ করলে মেয়র আব্দুর রশিদ খান তার সম্পর্কে জানতে চান অতঃপর শিশুটি ছলছল জ্বল চোখে তার অসহায়ত্বের গল্প বলে। মেয়র তার সমস্ত কথা শুনে এলাকায় খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা জানার পর তাকে মহেশপুর হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন এবং যাবতীয় ভরণপোষণের দায়িত্ব নেন। এখন শ্যামকুড় ইউনিয়নের সেই  ১১ বছরের এতিম শিশু হুসাইন এখন মানুষের মতো মানুষ হবার স্বপ্ন দেখছে চোখে মুখে ভাসছে খুশির জোয়ার।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget