সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর সাপাহারে বজ্রপাতে কৃষক আয়েশ আলীর (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালমারী খাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত আয়েস আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে নওগাঁয় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলেও ১০ টার দিকে আয়েশ আলী বোয়ালমারী খাড়ি এলাকায় নিজ জমিতে কৃষি কাজের জন্য যান। কাজ করার সময় বেলা ১১টার দিকে একটি বজ্রপাত তার শরীরের উপর আছড়ে পড়ে। এতে আয়েস আলী মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় পান।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন