সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গত শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উপজেলা গেট সংলগ্ন অভিযান পরিচালনা করে গাঁজা-৩৫ কেজি ৫০০ গ্রাম, মোবাইল সেট ৫ টি, সীম কার্ড ৭ টি, মেমোরী কার্ড ১ টি, নগদ টাকা ৮,২৬৪/- (আট হাজার দুইশত চৌষট্টি) টাকা, ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃত হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার মানোরা গ্রামের মোঃ আলম মিয়া (৩৮), পিতা-মৃত: আব্দুল মতিন, বাগড়া গ্রামের মোঃ কামাল হোসেন (৩০), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, এবং একই জেলার লালমাই থানার উৎসবপদুয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম শামীম (৩০), পিতা- মোঃ জাকির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন