সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গত শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উপজেলা গেট সংলগ্ন অভিযান পরিচালনা করে গাঁজা-৩৫ কেজি ৫০০ গ্রাম, মোবাইল সেট ৫ টি, সীম কার্ড ৭ টি, মেমোরী কার্ড ১ টি, নগদ টাকা ৮,২৬৪/- (আট হাজার দুইশত চৌষট্টি) টাকা, ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃত হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার মানোরা গ্রামের মোঃ আলম মিয়া (৩৮), পিতা-মৃত: আব্দুল মতিন, বাগড়া গ্রামের মোঃ কামাল হোসেন (৩০), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, এবং একই জেলার লালমাই থানার উৎসবপদুয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম শামীম (৩০), পিতা- মোঃ জাকির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.