মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) : বগুড়ার আদমদিঘীতে সরকার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন সাংবাদিকদের বলেন সান্তাহারে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সে সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ভঙ্গের অপরাধে সান্তাহার পৌর শহরের বৈশাখী চাউল কলকে ২০ হাজার টাকা ও বুশরা চাউল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন