তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হরিনাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া, আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া এবং লাল মিয়ার ছেলে অন্তর মিয়া।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানিয়েছেন, রাতে একটি মোটরসাইকেলে তিনজন উপজেলার রসুলপুর থেকে চারিপাড়া গ্রামে আসার পথে হরিনাতলা নামক স্থানে মুক্তাগাছাগামী একটি ট্রাক পিছনদিক থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের সেখানে মৃত্যু হয়।
পুলিশ ট্রাকের চালক ইনসাফকে আটক করেছে। ট্রাকটি জব্দ করে মুক্তাগাছা থানায় নিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন