মো. রাসেল ইসলাম,বেনাপোল, যশোর : বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মটর পার্টসের পণ্যচালানে ভায়াগ্রা পাউডার উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জব্দকৃত ভায়াগ্রার পরিমান প্রায় ২৬ কেজি। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এর আগে ২০১৯ সালে শুল্ক কতৃর্পক্ষ ১২ কোটি টাকা মুল্যমানের আড়াইটন ওজনের ভায়াগ্রার একটি পণ্যচালান আটক করেছিল কাস্টমস অধিদপ্তর।
গত ২৩ জুন সন্ধ্যায় বেনাপোল বন্দরের ২ নম্বর পণ্যগার থেকে ভায়াগ্রা চালানটি জব্দ করে কাস্টমস অধিদপ্তর। কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে ভায়াগ্রা শনাক্ত হয়। ২৪ জুন সন্ধ্যায় কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগার কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেন। মটর পার্টস ঘোষনায় ভায়াগ্রা আমদানি করেন যশোরের মামনি এন্টারপ্রাইজ। পণ্যটি বন্দর থেকে ছাড় করানোর চেষ্টা করছিলেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আমিন ইমপোর্টস অ্যান্ড এক্সপোর্টস।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডঃ নিয়ামুল ইসলাম জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি মটরপার্টস অ্যান্ড আদার্স ঘোষণায় ভারত থেকে ৩০১ প্যাকেজের একটি পণ্যচালান আমদানি করে বন্দরের ৪২ নম্বর শেডে গুদামজাত করেন। চালানটি কায়িক পরীক্ষায় দেখা যায়, ৩০১ প্যাকেজের মধ্যে ১১৪ নম্বর প্যাকেজে পাউডার জাতীয় পণ্য ২৬.২১ কেজি রয়েছে। পরে সেটি কাস্টমস হাউজের রাসায়নিক পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে ভায়াগ্রা শনাক্ত হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান কাস্টমসের ওই কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন