রিয়াজুল
ইসলাম, ঝালকাঠি: সাংবাদিক রোজিনা নির্যাতনের প্রতিবাদ ও নি:শর্ত
মুক্তির দাবিতে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি এক প্রতিবাদ সমাবেশ ও
প্রতিবাদী গনসংগীত কর্মসূচী পালন করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায়
শহরের পৌর টাউন হলে সমিতির নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচীতে একাত্মতা
জানিয়ে ঝালকাঠির সিনিয়র সাংবাদিকবৃন্ধ, জেলা সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স
ইউনিটি, জেলা বিএমএসএফ ও মিডিয়া ফোরামের সাংবাদিক নেতৃবৃন্ধ কর্মসূচীতে
অংশগ্রহন করেন। এছাড়া কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে সাংবাদিক রোজিনা
ইসলামকে গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদ ও নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে
উদীচী শিল্পিগোষ্ঠি ঝালকাঠি জেলা শাখার কর্মকর্ত ও সদস্যবৃন্ধ।
টেলিভিশন সাংবাদিক সমিতি ঝালকাঠির সভাপতি আজমীর হোসেন তালুকদারের
সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাব ও টেলিভিশন
সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সমিতির সাবেক সহসভাপতি
প্রবীন সাংবাদিক-গবেষক শ্যামল সরকার, জেলা সাংবাদিক সংস্থার সভাপতি
দূরযাত্র সম্পাদক জিয়াউল হাসান পলাশ, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ
সম্পাদক আহম্মেদ আবু জাফর, প্রেসক্লাব সদস্য দিবস তালুকদার, সাংগঠনিক
সম্পাদক খালিদ তালুকদার, উদীচী শিল্পিগোষ্ঠির জেলা সভাপতি আবু সাইদ খান,
মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
শফিউল আজম টুটুলের পরিচালনায় সঞ্চনলায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন এশিয়ার
টিভির জেলা প্রতিনিধি এ্যাড. মানিক আর্চায্য, আরটিভির জেলা প্রতিনিধি
জহিরুল ইসলাম জলিল, সমিতি সদস্য রুহুল আমিন রুবেল, মাসুম খান, আতাউর রহমান,
ইব্রহিীম শাকিল, খলিলুর রহমান, খাইরুল ইসলাম পলাশ, সাইদুল ইসলাম, মাসুম
বিল্লাহ, সাকিউজ্জামান সবুর, কেএম মোতালেব হোসেন, বাবুল মিনা, জাহাঙ্গীর
ফরাজী, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্ধ
উপস্থিত ছিলেন।
আলোচনা
শেষে উদীচী শিল্পিগোষ্ঠি ঝালকাঠি জেলা শাখার উদ্দোগে ‘ওরো আমার মুখের ভাষা
কাইরা নিতে চায়’ ‘কারার ওই লৌহ কপাট’সহ বেশ কিছু প্রতিবাদী গনসংগীত
পরিবেশন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন