প্রতিটি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করেছে করোনাভাইরাস

 

প্রতিটি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করেছে করোনাভাইরাস

নিজস্ব ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা মহামারি বিশ্বের প্রতিটি দেশের আর্থসামাজিক ও স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। এ বিপর্যয় থেকে উত্তরণের জন্য বাংলাদেশসহ সকল দেশই সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, আপনারা মেট্রোলজি সংস্থাগুলোতে বিনিয়োগ করুন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সেবার মানোন্নয়ন ঘটান। আমাদের সরকার বর্তমান সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মান সংস্থাগুলোর কর্মপরিধি ও সেবার মনোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।’

বৃহস্পতিবার (২০ মে ) ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ ২০২১ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বছর বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা- BIPM (International Bureau of Weights and Measures) এবং BIML (International Bureau of Legal Metrology) এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘Measurement for Health’ অর্থাৎ ‘সুস্বাস্থ্যের জন্য পরিমাপ’। স্বাস্থ্য ক্ষেত্রের পরিমাপগুলোর গুরুত্ব সম্পর্কে এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির প্রয়াসে প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget