মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারায় বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে ইফতার পূর্ব মুহুর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম হেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, যুগ্ম সম্পাদক নাজিম হাসান, দপ্তর সম্পাদক আকবার আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য জিল্লুর রহমান দুখু,শামীম রেজা, নুর কুতুবুল আলম, ফারুক আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাই হেফাজত করতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান।
একটি মন্তব্য পোস্ট করুন