নওগাঁয় ১০০জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন
সালমান ফার্সী (সজল) নওগাঁ : প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। রোববার (০২ মে ) দুপুরে শহরের টাইম স্কয়ার কমিউনিটি সেন্টারে ১০০জনের মাঝে এসব সেলাই মেশিন বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। এ সময় উপস্থিত ছিলেন-ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের পরিচালক আব্দুল খালেক ও দিপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যরা। পরে প্রধান অতিথি নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। উল্লেখ্য যে, বিগত ৫ বছর ধরে রোজার সময় সেলাই মেশিন বিতরন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন