সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে কালো পাথরের প্রাচীন আমলের তৈরী একটি ভাঙ্গা মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক অবস্থায় যার মূল্য ১৫ লক্ষ টাকা নির্ধারণ করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোঁচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় একটি পুকুর পাড় হতে প্রাচীন ওই মূর্তির মাথা সহ দেহের ৬ খন্ড অংশবিশেষ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন প্রায় ২৩ কেজি ২৪০ গ্রাম। ভগ্ন মুর্তিটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা নির্ধারন করা হয়েছে বলে পুলিশ জানান। এটি একটি প্রাচীন মূর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোঁচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় একটি পুকুর পাড় হতে প্রাচীন ওই মূর্তির মাথা সহ দেহের ৬ খন্ড অংশবিশেষ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন প্রায় ২৩ কেজি ২৪০ গ্রাম। ভগ্ন মুর্তিটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা নির্ধারন করা হয়েছে বলে পুলিশ জানান। এটি একটি প্রাচীন মূর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন