প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশ্চিম বালুভরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ধলু ওরফে স্বপন (২৮) কে ৩০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যায় সদরের বিষ্ণপুর এলাকা থেকে ১৪ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের মৃত বাহার প্রাং এর ছেলে জুয়েল প্রাং (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার সকালে জিআর ওয়ারেন্ট মূলে উপজেলার কারীগ্রাম কয়াপাড়া গ্রামের আবির আলী সরদারের ছেলে রফা (৪২) কে গ্রেফতার করা হয়। এদিন বিকেলে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি মিরাট সাহেব বাজার গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে শামীম আল মামুন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি আরো জানান, গ্রেফতার ধলু ওরফে স্বপনের বিরুদ্ধে আগের চারটি মাদক মামলা ও জুয়েলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। রবিবার রাতে তাদের দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত চারজনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন