নওগাঁয় ডেসওয়া ট্রাস্ট জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন

নওগাঁয় ডেসওয়া ট্রাস্ট জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট নওগাঁ জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। 

গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড় নওজোয়ান ঈদগাহ মাঠের সামনে ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট নওগাঁ জেলা শাখার অফিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক শফিকুর ইসলাম। 

এসময় বাংলাদেশ ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট জেলা শাখা কমিটির সভাপতি সার্জেন্ট (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ খান, সাধারণ সম্পাদক ল্যা. কর্পো. (অব.) মো. খোরশেদ আলম, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল মান্নান, ল্যা. কর্পো. (অব.) আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক ল্যা. কর্পো. (অব.) মো. আবুল কালাম আজাদ, সামছুর রহমান, শাহদুল হক, রানা,টিপুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget