তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ সরকারি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারিদের কর্মবিরতির কারনে সাধারন শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত ও হয়রানির প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ সভা করেছে কলেজ ছাত্রলীগ শাখা।
গতকাল বেলা ১২ টায় কলেজ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এদিকে এই প্রতিবাদ সভার সাথে একমত পোষন বেতন ভাতা, ঈদ বোনাস, বৈশাখী ভাতা ও চাকুরি চলে যাওয়ার হুমকিসহ ৯ দফা দাবিতে ৫ম দিনের কর্মবিরতি পালন করছে কলেজের কর্মচারিরা।
প্রতিবাদ সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জাম শিউল, রাজশাহী বিভাগীয় বে-সরকারি কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি, নওগাঁ সংগঠনের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক নুরুল আমিন, কলেজের কর্মচারি শিরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে কলেজ কর্মচারিদের সমস্যগুলো দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও সকল কার্যক্রম সচল রাখার দাবি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন